Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব প্রধানের দায়িত্ব নিলেন মামুন


১৫ এপ্রিল ২০২০ ২০:৩৪

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সুজয় সরকার।

সুজয় বলেন, আজ দুপুরে নতুন ডিজি দায়িত্বভার গ্রহণ করেছেন। এরপর তিনি র‌্যাবের পোশাক পরিধান করেন। প্রথম দিনে র‌্যাব সদর দফতরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। দায়িত্ব পালনের জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন র‌্যাবের প্রধান।

বিজ্ঞাপন

এর আগে, আব্দুল্লাহ আল মামুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবের নতুন ডিজি আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রাইগনজ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিএমপি), আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, এডিসি (ডিএমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট পুলিশ (ডিপি), ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি), এআইজি (এস্টাবলিশমেন্ট) এবং ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশ বিভাগে একাধিক পদক ও পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল-মামুন পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর