ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১৫ এপ্রিল ২০২০ ২০:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ২০:৪০
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ত্যাগ জাতি মনে রাখতে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় শোক জানান প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যাগ মনে রাখবে।
আরও পড়ুন- ‘ডা. মঈন উদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈন উদ্দিনের দেহে করোনাভাইরামের সংক্রমণ শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে ৭টার দিকে মারা যান ডা. মঈন উদ্দিন।
ডা. মঈন ডা. মঈন উদ্দিন ডা. মঈনের মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শোক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল