চাল চুরি: ৪ ইউপি চেয়ারম্যান, ৫ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
১৫ এপ্রিল ২০২০ ১৭:৫৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৮:০২
ঢাকা: খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির চালসহ ত্রাণের জন্য বরাদ্দ খাদ্য সহায়তা চুরি বা আত্মসাতের অভিযোগে চার জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পাঁচ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বুধবার (১৫ এপ্রিল) মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বরখাস্ত করা হয়। এ নিয়ে মোট পাঁচ ইউপি চেয়ারম্যান ও সাত ইউপি সদস্য বরখাস্ত হলেন চাল চুরির দায়ে।
সাময়িক বরখাস্ত করা চার চেয়ারম্যান হলেন— পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।
বরখাস্ত হওয়া পাঁচ ইউপি সদস্য হলেন— কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ওমর ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েল মিয়া।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভিজিডির চাল আত্মসাৎ, জাটকা শিকার থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ করার কারণে এসব ইউপি চেয়ারম্যান ও সদস্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন বা তাদের কারও কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের পাশাপাশি পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে পাঠাতে বলা হয়েছে।
এর আগে, গত ১২ এপ্রিল একজন ইউপি চেয়ারম্যান ও দুইজন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ইউপি সদস্য সাময়িক বরখাস্ত চাল আত্মসাৎ চাল চুরি টপ নিউজ