বগুড়ার গাবতলী থেকে ৬২ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২
১৫ এপ্রিল ২০২০ ১৭:৪৪
বগুড়া: করোনা দুর্যোগে সারা দেশব্যাপী নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের কাছে ১০ টাকা কেজির চাল পৌঁছে দিচ্ছ সরকার। বগুড়ার গাবতলী থেকে সেই ১০ টাকা কেজির ৬২ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মগরাপাড়া এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। কলোবাজার থেকে চালগুলো কিনে মজুদ করে রাখা হয়েছিল। চালসহ আটক ওই দুজন হলো- নজরুল ও রুবেল।
পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজার থেকে কিনে মজুদ করার খবর পেয়ে পুলিশ গভীর রাতে অভিযান চালায়। মঞ্জু নামের এক ব্যক্তি চালের বস্তাগুলো তার সহযোগীদের মাধ্যমে মুজদ করে রেখেছিল। পুলিশ প্রথমে গুটলু নামের এক ব্যক্তির বাড়িতে ৩৩ বস্তা চাল পায়। এ সময় গুটলু পালিয়ে গেলেও সেখান থেকে রুবেলকে আটক করা হয়। পরে একই এলাকার নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে ২৯ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।