আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ
১৫ এপ্রিল ২০২০ ১৭:৪৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৭:৫১
ঢাকা: বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
আইজিপির ব্যাজ পরানো হলো বেনজীর আহমেদকে
আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ড. বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরানো হয় পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে।