Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় করোনা সতর্কতা উপেক্ষা করে আড্ডা, গ্রেফতার ১০


১৫ এপ্রিল ২০২০ ১৭:২২

বগুড়া: বগুড়ায় করোনা সর্তকতা ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে সমবেত হয়ে আড্ডা দেওয়ার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বগুড়ায় শহরে বাদুরতলা এলাকা থেকে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ওই এলাকায় বলে জানা গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, সন্ধ্যা ছয়টার পর বাড়ির বাইরে না থাকার সরকারি নির্দেশনা এবং করোনা সর্তকতায় সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বার বার বলা হলেও তা মানা হচ্ছিল না। রাত আটটার দিকে পুলিশের একটি টিম বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় গিয়ে ওই ব্যক্তিদের এক সঙ্গে আড্ডা দিতে দেখে নিষেধ করে। কিন্তু তারা সেই নিষেধ উপেক্ষা করায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১০ জনকে সংক্রমণ ব্যধির ক্ষেত্রে অসর্তকতা থাকাসহ সরকারি আদেশ অমান্য করার কারণে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

উপেক্ষা করোনা সতর্কতা গ্রেফতার ১০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর