শরীয়তপুর লকডাউন
১৫ এপ্রিল ২০২০ ১৭:০৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৭:১০
শরীয়তপুর: নোভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি কাজী আবু তাহের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বুধবার করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলার কমিটির সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, শরীয়তপুরে সর্বমোট ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৬ জনের নেগেটিভ এবং গত ১৩ এপ্রিল চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে গত ৪ এপ্রিল সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ঢাকায় মারা যান।