Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ লকডাউন ঘোষণা


১৫ এপ্রিল ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৬:৪৫

নওগাঁ: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১১টি উপজেলাসহ নওগাঁ জেলা লকডাউন থাকবে।

জেলা প্রশাসক কার্যালয় থেকে ‍বুধবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, জেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি আরও বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, লকডাউন চলাকালে জরুরি পরিষেবাসমূহ চালু থাকবে। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনও নওগাঁ মুক্ত রয়েছে। তবে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলাকে লকডাউন করা হয়েছে।

করোনা মোকাবিলা করোনাভাইরাম টপ নিউজ নওগাঁ লকডাউন ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর