Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় আক্রান্ত বেড়ে ১২৩১, মৃতের সংখ্যা ৫০


১৫ এপ্রিল ২০২০ ১৪:৫০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৬:৫৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।’

গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

আক্রান্ত করোনাভাইরাস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর