Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর মারমা মল্লিকপুর থেকে ওএমএস’র ১৭০ বস্তা চাল উদ্ধার


১৫ এপ্রিল ২০২০ ০৯:২৩

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে আব্দুর রব নামের এক ব্যক্তির বাড়ি থেকে ওএমএস’র ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় ডিলার বা ওই বাড়ির মালিককে আটক করা যায়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোরওয়ার্দী হোসেন সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহার ভাতিজা ওএমএসর ডিলার আবু সাঈদ। ডিলার আবু সাঈদ সরকারিভাবে ওএমএস’র চাল বিক্রি না করে ১৭০ বস্তা গোপনে তার শ্যালক আব্দুর রবের বাড়িতে মজুদ করে রাখে। গ্রামবাসীরা জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার দিকে ওই বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে ওই বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করে। তবে বাড়ির মালিক বা ডিলার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওসি সোরওয়ার্দী জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

১৭০ বস্তা চাল উদ্ধার নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর