হাতিয়ায় পাওয়ার টিলারের চাপায় স্কুলছাত্রের মৃত্যু
১৪ এপ্রিল ২০২০ ২৩:০৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ২৩:২৩
ঢাকা: নোয়াখালীর হাতিয়ায় একটি পাওয়ার টিলারের চাপায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শিশুটিকে চাপা দিয়ে চালক পাওয়ার টিলার ফেলে পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টার দিকে করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যেই উপজেলার চরকিং ব্রিজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম একরাম উদ্দিন (১১)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সারাবাংলাকে বলেন, বিকেলে ব্রিজ বাজার এলাকায় একজন স্কুল শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় পাওয়ার টিলারটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে। চালককে গ্রেফতারে অভিযান চলছে।
ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। মরদেহ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, চরকিং ব্রিজ বাজারের উত্তর পাশে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় আবু তাহেরের রড ভর্তি বেপরোয়া গতির পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটি চরকিং ৮ নম্বর ওয়ার্ডের জাহের আহম্মদের বাড়ির খবির উদ্দিনের ছেলে। সে চরকিং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা আরও জানায়, ২০১৮ সালে, এই পাওয়ার টিলারের নিচে পড়ে আরও দুই জনের মৃত্যু হয়। আগের সে দুর্ঘটনা সম্পর্কে ওসি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
পাওয়ার টিলার পাওয়ার টিলারের ধাক্কা সড়ক দুর্ঘটনা স্কুলছাত্রের মৃত্যু