করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১২ জন শনাক্ত
১৪ এপ্রিল ২০২০ ২২:২৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০০:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২০ দিন ধরে নমুনা পরীক্ষার মধ্যে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত করোনা পজিটিভ (কোভিড-১৯) রোগী পাওয়ার ঘটনা এই প্রথম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ১২ জনের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে ৩০ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেল। এর মধ্যে দু’জন লক্ষ্মীপুর জেলার, একজন নোয়াখালীর।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া সারাবাংলাকে জানান, মঙ্গলবার মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ১২ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের। একজন নোয়াখালীর বাসিন্দা।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে আছেন সাতকানিয়া উপজেলার পাঁচ জন, নগরীর সাগরিকা এলাকার চার জন, নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বোয়ালখালীর এক বাসিন্দা এবং কাতালগঞ্জে বসবাসকারী এক চিকিৎসক। এদের মধ্যে দু’জন নারী, বাকিরা পুরুষ। এর বাইরে নোয়াখালী জেলার এক পুরুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
চট্টগ্রামে এই প্রথম কোনো চিকিৎসক করোনাভাইরাসের সংক্রমণে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসক বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় বসবাস করেন।
চট্টগ্রামের বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষা শুরু হয়।