Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে একদিনে ৪ জন করোনায় আক্রান্ত, ৮২টি বাড়ি লকডাউন


১৪ এপ্রিল ২০২০ ১৬:১০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৮:৫০

শরীয়তপুর: শরীয়তপুরে একদিনে চার জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে জেলার আরও একজন বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। নতুন চার জন্য করোনায় আক্রান্ত হওয়ার পর ৮২টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

গত রোববার (১২ এপ্রিল) শরীয়তপুর থেকে ১৪টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) রাতে সে পরীক্ষার ফল পাওয়া যায়। তাতে দেখা যায়, ১৪টি নমুনার মধ্যে চারটি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিস থেকে ফল জানা যায়।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ্ আল-মুরাদ জানান, চার জনের মধ্যে একজন ঢাকার লালবাগ থেকে ফিরেছিলেন। তার বাড়ি জাজিরা উপজেলায়। বাকি তিন জন এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তাদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের এক মেয়ে। তারা শরীয়তপুর সদরের বাসিন্দা।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত ৯০ বছর বয়সী এক বৃদ্ধ গত ৪ এপ্রিল  ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর জেলায় এই প্রথম পাওয়া গেলে কোভিড-১৯ রোগী। এ ঘটনায় সদর ও জাজিরা উপজেলার ৮২টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে ফিরেছেন ৩৫৭ জন। ঢাকা ও নারায়ণগঞ্জকে স্বাস্থ্য অধিদফতের করোনাভাইরাসের হটস্পট ঘোষণা করায় তাদের নিয়ে উদ্বেগে রয়েছেন শরীয়তপুরের স্থানীয়রা।

করোনাভাইরাসে আক্রান্ত চার জন আক্রান্ত শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর