Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালানো ব্যক্তির মৃত্যু


১৪ এপ্রিল ২০২০ ১৭:৫৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৮:০৫

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে আজিজার রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়েছিল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায় বিরামপুর উপজেলার শৈলান গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আজিজার রহমান ওই গ্রামের আ. রহিমের ছেলে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজার রহমান করোনা উপসর্গ নিয়ে সোমবার (১৩ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তাকে সেখানে ভর্তি করা হয়। কিন্তু তিনি সেখান থেকে রাতেই পালিয়ে নিজ বাড়িতে যান। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সেইসঙ্গে তার পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, আজিজার রহমান পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন। ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার তিনি চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান।

উপসর্গ করোনাভাইরাস পালানো মৃত্যু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর