ত্রাণের জন্য সারাদেশে হাহাকার চলছে: রিজভী
১৪ এপ্রিল ২০২০ ১৫:০৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৫:০৭
ঢাকা: ত্রাণের জন্য সারাদেশে হাহাকার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজারবাগে ইস্টার্ন পয়েন্টের সামনে আয়োজিত ‘সারাদেশে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন। ‘ফিউচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ উদ্যোগ নিয়েছে।
ফয়সাল সালামের নেতৃত্বাধীন এই সংগঠনটি সারাদেশের বিভাগীয় পর্য়ায়ে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েক জনকে ত্রাণ দেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারি ত্রাণ আত্মাসাৎ হয়ে যাচ্ছে সরকারি দলের লোকদের দ্বারা। খুলনার রেল স্টেশনের শ্রমিকরা একটু ত্রাণের জন্য হাহাকার করছে। কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছে না। অথচ ক্ষমতাসীন দলের লোকজনদের বাড়িতে চাল বোঝাই হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘যখন সকল মহল থেকে বলা হচ্ছে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই মহামারি মোকাবিলা করতে হবে, তখন সরকার একগুয়েমি করছে। একতরফাভাবে কাজ করতে গিয়ে শুধু নিজের দলের লোকজনদের পেট ভরাচ্ছে।’
মানুষ রাস্তায় মরে পড়ে থাকছে, একটু খাবারের জন্য হাহাকার করছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ত্রাণের জন্য রেল স্টেশনে, পথে-ঘাটে মানুষ দিনের পর দিন গ্রীষ্মের প্রখর রৌদ্রের মধ্যে অপেক্ষা করছে। কিন্তু ত্রাণ পাচ্ছে না। ত্রাণ লুটপাট হয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা এখনো বলছি, জনগণের এই দুর্দশা লাঘবের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘যারা সরকারে আছেন তাদের প্রধান দায়িত্ব হচ্ছে ত্রাণ চুরি ঠেকানো। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলছেন ত্রাণ চুরি হচ্ছে না, চাল চুরি হচ্ছে না। আমরা ঠিকমতোই দিচ্ছি।’
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি এখনও নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ডাক্তার ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন অজুহাত তুলে। অথচ ডাক্তারদের নিরাপত্তার বিধান করছে না সরকার। নার্সদের নিরাপত্তা বিধান করছে না তারা।’
এ সময় উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ বিন হাসান, কে জি সেলিম, সদস্য নাহিদ রহমান পুতুল, রকিবুল হাবিবসহ অন্যরা।