‘জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পুলিশ’
১৪ এপ্রিল ২০২০ ১৪:৫১ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৫:৪৩
ঢাকা: জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ চালু এবং স্বচ্ছ নিয়োগ, পদায়ন ও পদন্নোতির মাধ্যমে পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে চেষ্টা ছিল একটি মানবিক পুলিশ গড়ে তুলে তাদেরকে জনতার পুলিশে পরিণত করা। পুলিশের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠা এবং মানবিক পুলিশকে জনতার পুলিশে হিসেবে গড়ে তুলতে শুধু পুলিশ প্রধান হিসেবে নয়, পুলিশে যুক্ত হওয়ার পর থেকেই চেষ্টা করেছি। তাই সব সময় আমার লক্ষ্য ছিল পুলিশকে জনতার পুলিশ হিসেবে গড়ে তোলা।’
“এজন্য ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ১৫ হাজার পদায়ণ এবং ১৩ হাজার নিয়োগ সম্পন্ন করেছি। একেবারেই শতভাগ মেধার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। গত ১১ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রীও বলেছিলেন ‘নিয়োগের ক্ষেত্রে পুলিশের যে বদনাম ছিল সেটি ঘুচেছে।’ আজ দায়িত্ব পালন শেষে মনে করছি সেটি অর্জনে সক্ষম হয়েছি। পুলিশ এখন জনতার”, বলেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘দায়িত্ব এবং ক্ষমতা এ দুটিকে আমানত হিসেবে নিয়েই গত দুই বছর কাজ করে গেছি। এ সময় যেখানেই দায়িত্ব পালন করেছি সেখানেই চেষ্টা করেছি পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে। দেশের তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে সব প্রশ্ন ফাঁসকারী চক্রকে আইনের আওতায় নতে সক্ষম হয়েছি। এ দুই বছরে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকনির্মূলে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় শূন্য সহিষ্ণুনীতি অনুসরণ করেছি। এর ফলে জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছিল বলে আমি মনে করি।’
সদ্য বিদায়ী এ আইজিপি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের হাতে অস্ত্র ছিল। কিন্তু এ করোনার যুদ্ধে আমাদের হাতে কোন অস্ত্র নেই, নেই কোন প্রশিক্ষণ। তবুও আমরা পিছপা হয়নি। জানুয়ারি থেকেই প্রতিটি সদস্য এটি মোকাবিলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আমরা চেষ্টা করেছি শুরু থেকে সাধারণ মানুষকে সচেতন করতে। এজন্য আমাদের সদস্যরা রাস্তায় রয়েছেন। প্রবাসীদের খুঁজে খুঁজে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাদের হোম কোয়ারেনটাইন নিশ্চিত করেছে। শুধু তাই নয়, আমরা বলেছি, আপনি ঘরে থাকুন, আমরা আপনার জন্য বাহিরে আছি।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমার দায়িত্ব পালনের আরও একটি বড় সাফল্য মনে করি জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা। এটিতে গত দুই বছরে প্রায় ২ কোটি কল এসেছে। যার মধ্যে ৫৮ শতাংশ মানুষকে সেবা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য আজীবন রেশন ও তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছি। এটিও বড় সাফল্য মনে করি।’
নতুন পুলিশ প্রধানের কাছে কি প্রত্যাশা এমন প্রশ্নে বিদায়ী আইজিপি বলেন, ‘যিনি দায়িত্ব পেয়েছেন তিনি অনেক দক্ষ। তাই আমি মনে করি আমি যেখান থেকে শেষ করেছি, তিনি সেখান থেকে শুরু করে এ পুলিশ বাহিনী সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪১ সালের রূপরেখায় পুলিশ হবে আরও উন্নত, সমৃদ্ধ।’
সৌদির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে করণীয় ঠিক করবো। তবে চেষ্টা থাকবে ভালো কিছু করার।’
পুলিশ সদস্যদের নেতিবাচক কাণ্ডে স্বাধীন তদন্ত কমিটি গঠনের বিষয়ে অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি ব্যক্তির দায় পুলিশ বিভাগ নেবে না। তাই করেছি। কোনো সদস্য অপরাধ করলে তার শাস্তির ব্যবস্থা করেছি। যা অব্যাহত থাকবে বলে মনে করি।’