Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার লকডাউন হলো মৌলভীবাজার জেলা


১৪ এপ্রিল ২০২০ ১০:২২

মৌলভীবাজার: প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এ লকডাউনের ঘোষণা দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, করোনাভাইরাস রোধে মৌলভীবাজার জেলা লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জেলা থেকে কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবেন না। পরিবহন চলাচলের ক্ষেত্রেও একই নির্দেশনা। তবে জরুরি পরিষেবায় চিকিৎসা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্যের গাড়ি চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. তওহীদ আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনী, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মৌলভীবাজার লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর