একাধিক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ৩২ জনের প্রাণহানি
১৪ এপ্রিল ২০২০ ০৭:৫৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৯:৪৯
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কয়েকটি রাজ্যে প্রবল শক্তিশালী টর্নেডোর আঘাতে এ পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। রোববার (১২ এপ্রিল) প্রায় ৬০টি ছোট-বড় টর্নেডো লুজিয়ানা, টেক্সাস ও মিসিসিপি রাজ্যে আঘাত হানে। এছাড়া প্রবল বেগে টর্নেডো আছড়ে পড়ে অ্যালবামা, জর্জিয়া ও ক্যারোলিনার স্থলভাগে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় এসব টর্নেডো। বর্তমানে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এসব ঝড়। খবর সিএনএন, এনবিসি নিউজ।
রোববার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর কয়েক লাখ বাসা-বাড়িতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ পর্যন্ত ওই রাজ্যের ছয়টি অঞ্চলে ১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। এদের মধ্যে লাওরেন্স কাউন্টির ডেপুটি শেরিফ রবার্ট এইনসওর্থ ও তার স্ত্রীও রয়েছেন।
লাওরেন্স কাউন্টির শেরিফ অফিস থেকে এক ফেসবুক বার্তায় বলা হয়, রবার্ট একজন নায়ক হিসেবে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঝড়ের সময় তিনি তার স্ত্রী পাউলাকে রক্ষা করতে গিয়ে দুজনই মারা গেছেন।
এছাড়া দক্ষিণ ক্যারোলিনায় ৯ জন, জর্জিয়ায় ৮ জন, টেনেসিতে ৩ জন, আরকানসাসে ১ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।