Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেরনোবিলে পরিত্যক্ত পারমাণবিক চুল্লীর পাশেই দাবানল


১৪ এপ্রিল ২০২০ ০৬:৪০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৩:২২

ইউক্রেনে পরিত্যক্ত চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশেই ভয়ংকর দাবানল। দাবানলের একপাশের গতিমুখ এখন চেরনোবিলের প্রিপায়াত শহরে পরিত্যক্ত মূল পারমাণবিক চুল্লীর দিকে। ট্র্যাভেল এজেন্ট ইয়ারোস্লাভ এমেলিয়ানেঙ্কো ওই এলাকা ঘুরে এমনটাই জানিয়েছেন। খবর বিবিসি, আরটি নিউজ।

এমেলিয়ানেঙ্কো জানিয়েছেন, প্রিপিয়াতের খুব কাছেই দাবানলের আগুন জ্বলছে। আগুনটি এখন মূল চুল্লীর মাত্র ২ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন

এদিকে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রীনপিস জানিয়েছে, দাবানলটি ইউক্রেন কর্তৃপক্ষ যা বলছে তার চেয়েও বড় ও বিস্তৃত।  সংস্থাটির রাশিয়া শাখা রয়টার্সকে জানায়, সবচেয়ে বড় দাবানলটি ৩৪ হাজার হেক্টর এলাকাজুড়ে। এছাড়া দ্বিতীয় আরেকটি দাবানল ১২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে জ্বলছে। এটি পরিত্যক্ত পারমাণবিক প্রকল্পের খুব কাছেই। এর একপাশ এগিয়ে যাচ্ছে মূল পারমাণবিক চুল্লীর দিকে— যেখানে মূলত পরিত্যক্ত পারমাণবিক বর্জ্য রয়েছে।

আরটি নিউজের প্রতিবেদনে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ওই এলাকায় জোর বাতাস বইছিলো। আর এতেই দাবানলের একপাশ এসে পৌঁছেছে প্রিপায়াত শহরের পাশের ইয়ানভ রেলস্টেশন। রেলস্টেশনটি মূল পারমাণবিক চুল্লী থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে।

https://twitter.com/greenpeaceru/status/1249630206366752775

বর্তমান ইউক্রেন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেনিয়ান সোভিয়েত স্যোশালিস্ট রিপাবলিকের একেবারে উত্তর সীমান্তের চেরনোবিল এলাকায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এতে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এখনও ওই এলাকায় পারমাণবিক তেজস্ক্রিয়াতা রয়েছে।

বিজ্ঞাপন

বসন্তকালে ইউক্রেন ও রাশিয়ায় শুকনো ঘাস পুড়িয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে আর এতে ওইসব এলাকায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে।

চেরনোবিল দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর