Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লো যুক্তরাষ্ট্রের ৩২৮ নাগরিক


১৪ এপ্রিল ২০২০ ০০:৪৫

ঢাকা: বিশ্বব্যাপী কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের ১৭ শিশুসহ ৩২৮ নাগরিক সোমবার (১৩ এপ্রিল) ঢাকা ছেড়ে নিজ দেশের পথে যাত্রা করেছে। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে তৃতীয় বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। এর আগে আরও দুইটি ফ্লাইটে আমেরিকান কয়েকশ নাগরিক ঢাকা ছেড়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে সোমবার (১৩ এপ্রিল) রাতে এক বার্তায় জানানো হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বিশ্বব্যাপী কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের ফলে আমেরিকার কয়েক’শ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য তৃতীয় চার্টার বিমানের ব্যবস্থা করেছে। এটি ৩০ মার্চ ও ৫ এপ্রিল এর পর তৃতীয় প্রত্যাবর্তন বিমান। যুক্তরাষ্ট্রের সকল নাগরিক যারা নিশ্চিত যাত্রী হিসেবে সোমবার (১৩ এপ্রিল) এবং গত ৫ এপ্রিল ও ৩০ মার্চ বিমানবন্দরে এসেছিলেন, তারা সকলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চড়তে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বিমানবন্দরে এ আয়োজন পরিদর্শন এবং বিদায়ী যাত্রীদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমানবন্দর লোকবল এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা কাতার এয়ারওয়েজের এই তৃতীয় বিশেষ চার্টার বিমানটির আয়েজনে সহায়তা করেছেন। স্বদেশ ফিরতি এই ফ্লাইট এবং পূর্ববর্তী চার্টার বিমান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সুদৃঢ় ও স্থায়ী বন্ধন ও মৈত্রীর দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিজ্ঞাপন

বার্তায় আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস খোলা আছে এবং কোভিড-১৯ সংকট মোকাবিলায় দূতাবাস বাংলাদেশ সরকার ও বাংলাদেশি বন্ধু এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র সরকার ত্বরিত রোগ নির্ণয় এবং আমাদের রক্ষার্থে জীবন বাজি রাখা সামনের সারির সমরনায়ক স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য বাংলাদেশকে সহায়তা করছে। কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে বাংলাদেশের প্রচেষ্টা এবং বাংলাদেশি স্বাস্থ্য খাতের সহায়তায় দীর্ঘস্থায়ী সংকল্পের তথ্য আরও জানতে, যে কেউ রাষ্ট্রদূত মিলারের ভিডিও বার্তা https://youtu.be/TdXTEwRIDnM এই লিংকে গিয়ে দেখতে পারে।

ছাড়লো ঢাকা নাগরিক যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর