Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্রাম্যমাণ আদালতে চাল চোরদের শাস্তি দিতে আইনি নোটিশ


১৩ এপ্রিল ২০২০ ১৯:১৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ২১:১৮

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালসহ ত্রাণ আত্মসাৎকারীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (১৩ এপ্রিল) ইমেইলে আইন মন্ত্রণালয়ের সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের প্রতি এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

নোটিশে মোবাইল কোর্ট আইনের ৬ ও ৮ ধারা সংশোধন করে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুষ্কৃতকারী, অর্থাৎ দুর্যোগকালীন যারা চালসহ নিত্যপ্রয়োজনীয় সরকারের রিলিফ আত্মসাতের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে নোটিশে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ পাঠানো আইনজীবী মনিরুজ্জামান লিংকন বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এর ব্যাপকতা আমাদের প্রিয় স্বদেশকে দারুণভাবে আক্রান্ত করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার প্রচেষ্টা আব্যহত রেখেছে। আমরা কেন লোভ সামলাতে পারবে না?

এই আইনজীবী বলেন, সাধারণ মানুষের এই দুর্দশা লাঘবের জন্য এই দুর্যোগে তাদের খাদ্য সহায়তা ও নগদ অর্থসহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। কিন্তু দুঃখের বিষয়, সেই ত্রাণ বিতরণে নানা ধরনের অনিয়ম দেখা যাচ্ছে। এমনকি যে চাল গরীব-দুঃখী মানুষের মধ্যে বিতরণের জন্য সরকার বরাদ্দ দিচ্ছে, সেই চাল আত্মসাৎ ও চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং ঘটছে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, যেহেতু আমরা একটি দুর্যোগ অতিক্রম করছি এবং ত্রাণ বিতরণে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্বচ্ছতার নির্দেশ দেওয়া হলেও কেউ কেউ সেটা মানছেন না, ফলে ওইসব দুষ্কৃতকারীদের কঠিন শাস্তির আওতায় আনা আবশ্যক হয়ে পড়েছে।

আইনি নোটিশ চাল চোর ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর