অলিগলিতে মানুষের জটলা, সাবধান করলো পুলিশ সদর দফতর
১৩ এপ্রিল ২০২০ ২০:৩১
ঢাকা: করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছে সশস্ত্র বাহিনীসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরও মানুষজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে অলিগলিতে আড্ডা দিচ্ছেন। এটা বন্ধ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
সোমবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় পুলিশ সদর দফতরের সহকারী উপ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা মানুষকে ঘরে রাখতে নানা চেষ্টা করে যাচ্ছে। মূল সড়কে এখন অনেকে আসেন না, কিন্তু গলির মধ্যে ঠিকই আড্ডা দিচ্ছেন। এসব বন্ধ করতে হবে। অনেক সময় পুলিশ গলিপথেও অভিযান চালাচ্ছে। আইনি ব্যবস্থাও নিয়েছে। এরপরও পুলিশ চলে গেলে আবার তারা একত্রিত হচ্ছেন। কোথাও কোথাও গলিপথ বন্ধ করে ক্রিকেট খেলছেন।’
করোনা সবাইকে রুখে দাঁড়াতে হবে উল্লেখ করে এআইজি মিডিয়া বলেন, ‘শুধু পুলিশ একাই লড়াই চালিয়ে যাবে আর সাধারণ মানুষ যা ইচ্ছা তাই করে বেড়াবেন, তাতে করোনা পালাবে এমনটা নয়। করোনা ঝুঁকি যেমন আমার জন্য ঝুঁকিপূর্ণ তেমনি আপনার জন্যও, আপনার পরিবারের সদস্যদের জন্যও অধিক ঝুঁকিপূর্ণ। দেশের এই ক্রান্তিকালে আপনার সহযোগিতা খুব দরকার বলে মনে করছে পুলিশ সদর দফতর।’ এর ব্যতয় হলে পুলিশ আরও কঠোর হতে বাধ্য হবে বলেও জানান তিনি।