পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা
১৩ এপ্রিল ২০২০ ১৫:১৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৫:৩০
ঢাকা: পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে।
সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর (পাবনা-৪) জনগণের প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।