করোনায় সোমালিয়ার প্রাদেশিক আইনমন্ত্রীর মৃত্যু
১৩ এপ্রিল ২০২০ ১২:৫৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৩:২৫
সোমালিয়ার সায়ত্ত্বশাসিত প্রদেশ হিরসাবেল্লের আইনমন্ত্রী খলিফা মামুন তহৌ নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। রোববার (১২ এপ্রিল) মোগাদিসুর মার্টিনি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সোমালিয়ার ভাইস প্রেসিডেন্ট আলি গুদলাওয়ে হুসাইন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
এদিকে, নভেল করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার একদিনের মাথায় তার মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমালিয়া ও ব্রিটেনের দ্বৈত নাগরিক এই মন্ত্রী ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফর করে এসেছিলেন। সেখান থেকেই তিনি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসেছিলেন।
অন্যদিকে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমালিয়ায় এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত সোমালিয়ায় মোট আক্রান্ত হয়েছেন ২১ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।