Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পরিচালক নিয়োগ


১৩ এপ্রিল ২০২০ ০২:৪৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০২:৫০

ঢাকা: নভেল করোনাভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসায় বিশেষায়িত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের কার্যক্রম বেগবান করতে ডা. সারওয়ার উল আলমকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরিচালক নিয়োগের এ সংক্রান্ত আদেশটি শনিবার (১১ এপ্রিল) দেওয়া হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, দেড়শ-দুইশ শয্যার হাসপাতালে পরিচালকের পদ নেই। সে কারণে কুয়েত মৈত্রী হাসপাতালে এতদিন কোন পরিচালক ছিল না। তবে বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে এ হাসপাতালে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। কেননা ওই বিশেষায়িত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছে।

যদিও ২০০ শয্যার হাসপাতালে পরিচালকের পদ নেই, কিন্তু পরিস্থিতি বিবেচনায় সুপার নিউমারারি (অতিরিক্ত) হিসেবে এই পদ সৃষ্টি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পদটি বিলুপ্ত হয়ে যাবে বলেও জানান তিনি।

এর আগে এই হাসপাতালে ডা. মোহাম্মদ সেহাব উদ্দীন তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি সহকারী পরিচালক পদমর্যাদার অধিকারী।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর