Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ‘অজ্ঞাত রোগে’ দুই জনের মৃত্যু


১৩ এপ্রিল ২০২০ ০১:১১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৫:২৩

রাঙ্গামাটি: রাঙ্গামাটির দুর্গম রাজস্থলী উপজেলায় ‘অজ্ঞাত রোগে’ ত্রিপুরা জনগোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  মৃতদের নাম, বিনামতি ত্রিপুরা (৪৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৬)। তারা দু’জনই ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ভূটার পাড়ার বাসিন্দা।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘অজ্ঞাত রোগে’ দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা এবং জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

বিজ্ঞাপন

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মতি ত্রিপুরা এ ব্যাপারে জানান, গত কয়েকদিন আগে জুম চাষ শেষে বাসায় এসে রাতে বিনামতি ত্রিপুরা প্রলাপ বকতে থাকেন। এর দুই-তিনদিন পর শুক্রবার সকালে তিনি মারা যান। এরপর একই লক্ষণ নিয়ে ওই এলাকায় নিলু কুমার ত্রিপুরা নামে আরেক যুবক সন্ধ্যায় মারা যান। ওই এলাকার আরও তিনজনের মধ্যে একই লক্ষণ আছে বলে দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা বলেন, গত শুক্রবার ও শনিবার উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে জানতে পেরেছি, তারা জুম ক্ষেত থেকে বাড়িতে এসে আবোল-তাবোল কথা বলতে থাকেন। পরে মারা যান।  আমরা প্রাথমিকভাবে এটিকে ম্যালেরিয়া সদৃশ রোগ বলে ধারণা করছি। তবে তাদের মধ্যে করোনা ও কিংবা হামের কোনো লক্ষণ পাওয়া যায়নি। ওই এলাকায় ম্যালেরিয়াসহ প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র নিয়ে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, রাজস্থলীর ঘিলাছড়ি ইউনিয়নে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। তবে ওই এলাকায় এমন রোগে কতজন আক্রান্ত আছেন তা বলা যাচ্ছে না। মেডিকেল টিম ফিরে আসলে আক্রান্তের সংখ্যা জানা যাবে। মারা যাওয়া দুইজনই জুম চাষি।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর