Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জ থানার পুলিশ সদস্যদেরকে পিপিই দিলেন গাজী গোলাম মর্তুজা


১২ এপ্রিল ২০২০ ২২:২৩

নারায়ণগঞ্জ: করোনাভাইরাস মোকা‌বিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সব পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারসোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট (পিপিই) দিয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা।

রোববার (১২ এপ্রিল) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভবনে এসব পারসোনাল প্রটেকশন ইক্যুপমেন্ট (পিপিই) হস্তান্তর করা হয়। গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজার পক্ষ থেকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের হাতে পিপিই তুলে দেন দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খান।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘এই পিপিই আমাদের জন্য খুবই জরুরি ছিলো। আমাদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এখন থেকে আমাদের থানার সব সদস্য সুরক্ষার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।’

এসময় রূপগঞ্জ থানার পরিদর্শক জ‌সিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্যরা উপ‌স্থিত ছিলেন।

গাজী গোলাম মর্তুজা পিপিই রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর