Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সুযোগ নিয়ে পাহাড় কেটে সাবাড় করলেন সাবেক যুবলীগ নেতা


১২ এপ্রিল ২০২০ ২১:৪৩

ফাইল ছবি

বান্দরবান: সারাদে‌শ যখন করোনা আতঙ্কে দি‌শেহারা, ঠিক তখনই এই সুযোগকে কাজে লা‌গিয়ে বান্দরবানে পাহাড় কেটে সাবাড় করেছেন সাবেক যুবলীগ নেতা মো. জামাল চৌধুরী। বালাঘাটা এলাকার লেমু‌ঝি‌ড়ি নামার পাড়ার পাশে পাঁচ একরের বিশাল এক পাহাড় কেটে সমতল করেছেন তিনি।

মো. জামাল চৌধুরী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সরেজ‌মিনে দেখা গেছে, কালাঘাটা লেমুঝি‌ড়ির নামার পাড়ার পাশে জামাল চৌধুরীর নিজস্ব খামার বা‌ড়ি। সেখানে থাকা প্রায় পাঁচ একরের এক বিশাল পাহাড় করোনার সাধারণ ছুটির সুযোগে ১০ থেকে ১৫ দিন ধরে কাটতে শুরু করেন তি‌নি। এরইমধ্যে পাহাড়‌টি প্রায় পুরোটাই কেটে সমতল ভূ‌মিতে পরিণত করেছেন তি‌নি। ফলে ঝুঁকিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সরকারি ছু‌টি ঘোষণার প‌রদিনই স্কেভেটর এনে পাহাড় কাটতে শুরু করেন যুবলীগের সাবেক এ নেতা। এর ফলে আসন্ন বর্ষায় ঝুঁকিতে পড়েছে তাদের বসতঘর।

স্কেভেটর চালক মো. মামুন বলেন, ‘সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা করোনার কারণে সরকারি ছু‌টি ঘোষণার পর‌দিনই আমাকে পাহাড় কাটতে নিয়ে এসেছেন। আমার এতে কিছুই করার নাই।’

এ বিষয়ে জামাল চৌধুরী বলেন, ‘আমি প‌রিবেশ অধিদফতর ও জেলা প্রশাসকের কাছ থেকে মুরগরি খামার করার অনুম‌তি নিয়ে‌ছি। তাই এই পাহাড় কেটে সমান করতে হচ্ছে।’

বান্দরবান সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা হা‌বিবুল হাসান বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি দেখার দায়িত্ব প‌রিবেশ অধিদফতরের। তারপরও আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

বান্দরবান অতি‌রিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, ‘আমি পাহাড় কাটার বিষয়ে জা‌নি না, এখন জানলাম। এ বিষয়ে ব্যবস্থা নি‌চ্ছি।’

বিজ্ঞাপন

তবে বান্দরবান প‌রিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক‌ সামিউল আলম কুরসিকে এ বিষয়ে জানতে বেশ কয়েকবার ফোন করা হলেও তি‌নি তা রি‌সিভ করেন‌নি।

করেনা আতঙ্ক পাহাড় পাহাড় কাটা বান্দরবান যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর