Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভা ফের স্থগিত


১২ এপ্রিল ২০২০ ২০:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ২০:২৭

ঢাকা: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ফের স্থগিত করা হয়েছে। ছুটি শেষে সুপ্রিম কোর্ট খোলার পর পরবর্তীতে সাধারণ সভার নতুন তারিখ নির্ধারণ করা হবে।

রোববার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষে তিনি এ বিজ্ঞপ্তি পাঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস জনিত কারণে সরকারি সিদ্ধান্তে সামাজিক দূরত্ব কঠিনভাবে বজায় রাখার নির্দেশনা এবং সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় নির্ধারিত তারিখে সাধারণ সভা করা সম্ভব নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১০ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লকডাউন চলছে। বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে ওই সভা স্থগিত করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল সমিতির এক বিজ্ঞপ্তিতে বার্ষিক সাধারণ সভা স্থগিত করে ১৩ এপ্রিল সভার দিন ঠিক করা হয়েছিল। গত ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতি সাধারণ সভা সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর