Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার চীনে করোনা শনাক্তদের অর্ধেকই একটি বিমানের যাত্রী


১২ এপ্রিল ২০২০ ১৭:৪০ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৭:৪৬

রোববার (১২ এপ্রিল) চীনে যে কয়জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের অর্ধেকই একটি ফ্লাইটে দেশটিতে প্রবেশ করেছিলেন। সাংহাইয়ের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রাশিয়া থেকে আসা একটি বিমানের প্রায় সব যাত্রীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করার পর এ তথ্য জানা যায়।

সাংহাইয়ের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবার রাশিয়া থেকে ৫২ জন যাত্রী নিয়ে একটি বিমান সাংহাইতে আসে। বিমানটির ৫১ জন যাত্রীই করোনাভাইরাসে আক্রান্ত। তাদের প্রত্যেকেই চীনের নাগরিক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার চীনে ৯৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাদের প্রত্যেকেই অন্য দেশ থেকে চীনে প্রবেশ করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি ওই একটি ফ্লাইটে চীনে প্রবেশ করেন। রাশিয়া থেকে আসা ওই ফ্লাইটটি সম্পর্কে আর কোন তথ্য প্রকাশ করেনি চীন।

এদিকে রাশিয়ায় শুরুতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও শনিবার একদিনে দেশটিতে ২১৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭০। দেশটিতে এ পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস চীন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর