Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশটা ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক: প্রধানমন্ত্রী


১২ এপ্রিল ২০২০ ১৬:৫৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ ও দেশের ভালো থাকুক সেটিই একান্তভাবে কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাই সুস্থ থাকুক, আমি সেটিই চাই। আমি তো বৃদ্ধ মানুষ, আমার আর কী! দেশটা ভালো থাকুক সেটিই চাই।’

রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।

জেলা সিভিল সার্জন অফিসার সেলিনা বেগম করোনাভাইরাস মোকাবিলায় ঝিনাইদহ জেলায় যেসব করণীয় ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা অবহিত করেন প্রধানমন্ত্রীকে।

তিনি বলেন, ‘আমার এ জেলায় যথেষ্ট পিপিপি হ্যান্ড স্যানিটাইজার আছে এবং আমাদের যারা স্যাম্পল কালেকশন করছে তাদের প্রত্যেককে আমরা যথাযথ প্রটেকশন দিয়ে সেই ব্যবস্থা করছি। যাতে তাদের কোনো অসুবিধা না হয়।’

ভিডিও কনফারেন্সে তাকে কথা কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই স্বাস্থ্য কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) ভাল থাকেন সুস্থ থাকেন, আপনি ভাল থাকলেই ভাল থাকবে বাংলাদেশ এবং আমরা সবাই ভাল থাকব।’

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই সুস্থ থাকুক আমি সেটাই চাই। আমি তো বৃদ্ধ বয়স, আমার আর কি! দেশটা ভাল থাকুক, সেটাই চাই।’

আপনারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন-এ জন্য সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন।

তার আগে ৩০ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর