আমদানি-রফতানি সচল রাখতে কার্গো ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা
১২ এপ্রিল ২০২০ ১৭:৪৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৭:৫২
ঢাকা: করোনা দুর্যোগে দেশের আমদানি-রফতানি সচল রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করার পর দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থাকে এ অনুমতি দেয় সরকার।
রোববার (১২ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম সারাবাংলাকে একথা জানান।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন ছাড়াও কার্গো পরিবহন শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলার চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে আপদকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে মহামারী করোনাভাইরাসের সময়কালীন স্বাস্থ্যসেবাকে সচল রাখার জন্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ নানা পণ্য আমদানি করা হবে।
কামরুল আরও জানান, এছাড়া জরুরি রফতানি পণ্যসামগ্রী বিশেষ করে গার্মেন্টস পণ্য, পচনশীল দ্রব্য শাক-সবজি ইত্যাদি বিদেশে পাঠাতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে কার্গো কম্পাইন্ডে প্রায় ২০ টন কার্গো পরিবহন করতে পারবে সংস্থাটি ।
কার্গো পরিবহনে বাংলাদেশের সঙ্গে যেসব দেশের দ্বিপাক্ষিক চুক্তি আছে ইউএস-বাংলা সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে এশিয়ার দেশগুলোতে বিশেষ করে- সিঙ্গাপুর, মালয়শিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।