Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর করে জাতি ভারমুক্ত হয়েছে’


১২ এপ্রিল ২০২০ ১৬:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৬:২৭

ফাইল ছবি

ঢাকা: বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি ভারমুক্ত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) তার ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এই ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ হতে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার বলেও উল্লেখ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাকি আরও চার খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুজনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।’

এর আগে বেলা ১২ টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এসব প্যাকেট (৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ টি সাবান) স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এসময় দেশবাসীকে ঘরে অবস্থান করে সরকারের নির্দেশ মানতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল’র চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

জাতি ফাঁসি কার্যকর বঙ্গবন্ধুর খুনি ভারমুক্ত