জাতির পিতার পলাতক ৫ খুনির ফাঁসিও কার্যকর করা হবে: আইনমন্ত্রী
১২ এপ্রিল ২০২০ ১৫:৫০ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৮:৩৯
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ৫ খুনিকে বাংলার মাটিতে এনে সর্বোচ্চ আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ এপ্রিল) গুলশানের বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলায় কারাবন্দি পাঁচ আসামির ফাঁসি কার্যকরের পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পলাতক আসামিদের ধরে এনে এই রায় কার্যকর করা। আজকে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমরা একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি সেটা অনেক স্বস্তির বিষয়। আমি বলে রাখতে চাই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বঙ্গবন্ধুর যারা খুনি তাদের এনে এই রায় কার্যকর করব।’
আমাদের কাজ এখনো শেষ হয় নাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হলেও পালন করেছি। আর যারা বাকি আছে তাদেরও ধরে এনে এই রায় কার্যকর করা হবে।’
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর
তিনি আরও বলেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা সেই প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করছি যে, বঙ্গবন্ধুর খুনিদের আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ বাংলার মাটিতে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর করবো।’
উল্লেখ্য, গতকাল রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়।