দেশে করোনায় নতুন রোগী ১৩৯, আরও ৪ জনের মৃত্যু
১২ এপ্রিল ২০২০ ১৪:৩৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৭:২৬
ঢাকা: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চারজন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৯ জন। আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।
ফ্লোরা জানান, নতুন আক্রান্তসহ দেশে মোট করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জন। আর মোট মারা গেছেন ৩৪ জন।
২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছেন ৬২ জন। বাকিরা ঢাকার বাইরের রোগী।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিনজন। সুস্থদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। সুস্থ হওয়াদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে। যিনি রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাস থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৯ জন।
করোনা রোগীদের প্রায় ৫০ শতাংশ ঢাকার। ঢাকার আশেপাশের জেলাগুলোয় শনাক্ত হয়েছেন শতকরা ৩৫ শতাংশ রোগী। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত হয়েছেন শতকরা ৬ ভাগ।