তুমি ভালো কাজ করছ, মাশরাফিকে প্রশংসা প্রধানমন্ত্রীর
১২ এপ্রিল ২০২০ ১৩:৫৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৬:০৬
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তুর্জার কাজে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তুমিও ভাল কাজ করছো, মুক্তিও (কবিরুল হক মুক্তি, অপর সংসদ সদস্য) ভালো কাজ করছে। তোমরা সবাই মিলে ভাল কাজ করো, ভাল থাকো।’
রোববার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের জেলা সমূহের সঙ্গে মতবিনিময়কালে নড়াইল জেলার সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নড়াইল জেলা প্রশাসকের কথা বলা শেষে প্রধানমন্ত্রী সংসদ সদস্য মাশরাফীর কথা শুনতে চান। মাশরাফী বিন মোর্তুজা বলেন, ‘আমি অনেক নবীন, এখানে অনেক সম্মানিত নেতৃবৃন্দ আছেন।’
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ইউনিয়নভিত্তিক যে কমিটি গঠন করা হয়েছে। তাতে প্রায় ২২ থেকে ২৩ জন করে প্রতিনিধি রয়েছে। আমরা আশা করছি প্রকৃত অর্থে যাদের ত্রাণ প্রয়োজন তারা পেয়ে যাবেন। এ সময় মাঠ পর্যায়ে কাজ করার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান মাশরাফী।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে মাশরাফী বলেন, ‘আপনি নড়াইলে এমপি ছিলেন, আছেন এবং থাকবেন। নড়াইলের প্রতি আপনার নজর সবসময় আছে, থাকবে। নড়াইল সদর হাসপাতালের উন্নয়নের জন্য আপনার দফতর থেকে চিঠি এসেছে। এখানে ২৫০ বেডে উন্নীত করা হবে।’
তবে নড়াইলে জেলা পর্যায়ে যদি আইসিইউ বেড করার সিদ্ধান্ত নেন আশা করছি করোনা ভাইরাসকে আমরা সফলভাবে প্রতিহত করতে পারব।
এ সময় নিজ নির্বাচনী এলাকায় ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিতরণ কাজ তুলে ধরে বলেন, ‘আমরা এখানে ৯০০ কেজি করে চাল পাচ্ছিলাম, সেটা কমিয়ে ৩০০ কেজি আনা হয়েছে, হয়ত বা এটি টেকটিক্যালি সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে অনেক গরিব পরিবার রয়েছে। জনসংখ্যার বিচারে ও দারিদ্র্যতার বিচারে এই বরাদ্দ বাড়ালে আমরা উপকৃত হবো।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে ঠিক এ মুহূর্তে টিআর-কাবিখা থেকে শুরু করে সবকিছু একই সময়ে চলে যাচ্ছে। এটি যাতে এক সময়ে না যায়, সামনে রোজা কাজেই আমরা একটু সময় নিয়ে দিচ্ছি। কেটে দেওয়া হবে না, দেওয়া হবে, রোজাকে কেন্দ্রে করে ভাগে ভাগে দেওয়া হবে।’ পরে মাশরাফী বলেন, ‘আপনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’
এ সময় মাশরাফী নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি কথা বলবেন বলে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট জেলায় এত সময় দিলে অন্যরা বসে আছে কষ্ট পাচ্ছে। ঠিক আছে। মুক্তিও ভালো কাজ করছে, তুমিও ভালো কাজ করছো, তোমরা সবাই মিলে ভালো কাজ করো। নড়াইলের সবাই ভালো কাজ করছে।’