করোনা আক্রান্ত বেশি পুরান ঢাকায়, এরপরেই মিরপুর
১২ এপ্রিল ২০২০ ০৯:০৪
ঢাকা: নতুন করে আক্রান্ত হওয়া ৫৮ জনসহ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৮২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এর অর্ধেকেরও বেশি রয়েছেন কেবল ঢাকা শহরেই। এরমধ্যে ঢাকা শহরে ২৫১ জনের কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে যার মধ্যে পুরান ঢাকায় সর্বোচ্চ ৫৯ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ৫৮ জনের নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
এর মধ্যে পুরান ঢাকার ওয়ারী এলাকায় ১৩ জন, লালবাগে ১১ জন, বংশালে সাতজন, হাজারীবাগে চারজন, সোয়ারীঘাটে তিনজন, চকবাজারে তিনজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া আজিমপুরে দুইজন, বাবুবাজারে দুইজন, ইসলামপুরে দুইজন, কোতোয়ালিতে দুইজন, লক্ষ্মীবাজারে দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়াও উর্দুরোড এলাকায় একজন, বুয়েট আবাসিক এলাকায় একজন, কদমতলী একজন, মিটফোর্ড এলাকায় একজন, নারিন্দা একজন, ঢাকেশ্বরী এলাকায় একজন, ধোলাইখালে একজন ও দয়াগঞ্জে একজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
রাজধানীর বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ৫০ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে টোলারবাগে ১৯ জন, মিরপুর ১১ এলাকায় ১০ জন, মিরপুর-১ এলাকায় পাঁচজন, মিরপুর-১০ এলাকায় চারজন, মিরপুর ১২ এলাকায় ৪ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মিরপুর ৬ এলাকায় দুইজন, মিরপুর-১৩ এলাকায় ২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়াও কাজীপাড়া এবং মানিকদিতে একজন করে কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে।
রাজধানীর বাসাবো এলাকায় ১২ জনের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া যাত্রাবাড়ীতে ১১জন, মিরহাজারীবাগে দুইজন, গুলিস্তানে দুইজন, মুগদায় এক জন, সায়েদাবাদ এলাকায় একজন ও শনির আখড়া একজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।
রাজধানীর বেইলি রোড এলাকায় তিনজনেরর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়াও শাহবাগ, মালিবাগ, মালিবাগ, মগবাজার, পুরানা পল্টন, শান্তিনগর ও রাজারবাগ এলাকায় দুইজন করে ব্যক্তির মাঝে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও ইস্কাটনে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
রাজধানীর ধানমন্ডিতে ১৪ জন, জিগাতলা এলাকায় তিনজন ও হাতিরপুল এলাকায় দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়াও বেগুনবাড়িতে একজন ও সেন্ট্রাল রোডে একজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ১০ জন, আগারগাঁওয়ে দুইজন, বসিলায় একজন ও আদাবরে ১ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
রাজধানীর বনানীতে সাতজন ও গুলশানের চারজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও বাড্ডা এলাকায় তিনজন, হাতিরঝিলে একজন, রামপুরায় একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
রাজধানীর উত্তরায় ১৫ জন, মহাখালীতে তিনজন ও তেজগাঁও এলাকায় দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও নিকুঞ্জ এলাকায় একজন এবং আশকোনায় একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়াও কামরাঙ্গীরচর এলাকায় ১ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
করোনা করোনা সংক্রমণ করোনাভাইরাস টপ নিউজ পুরান ঢাকা মিরপুর রাজধানী ঢাকা