Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণ ছুটি শেষের ১০ দিনের মধ্যে খেলাপি ঋণের তথ্য দিতে হবে


১২ এপ্রিল ২০২০ ০০:৪৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০১:৫৩

ঢাকা: করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার ১০ কার্যদিবসের দিনের মধ্যে খেলাপি ঋণের তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন সংক্রান্ত সকল বিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তফসিলি ব্যাংকগুলো থেকে নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণিকরণ বা খেলাপি ঋণ এবং প্রভিশন সংক্রান্ত বিবরণী পাঠাতে পারছে না। তাই সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য ওই বিভাগে দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, তফসিলি ব্যাংকগুলোকে প্রতি তিন মাস পর পর ঋণ শ্রেণিকরণের বিববরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হয়। কিন্তু বর্তমানে সাধারণ ছুটিতে সীমিত আকারে  ব্যাংক লেনদেন চালু থাকায় অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে  খেলাপির ঋণের তথ্য পাঠানোর সময় বাড়ানো হয়েছে।

ঋণখেলাপি খেলাপি ঋণ খেলাপি ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর