Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনি মাজেদের মৃতদেহ ভোলায় আনতে দেওয়া হবে না: এমপি শাওন


১১ এপ্রিল ২০২০ ২২:৩৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০০:৪৮

ভোলা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বহিষ্কৃত ক্যাপ্টেন মাজেদের মৃতদেহ ভোলার মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমপি শাওন এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব যখন করোনায় স্থবির হয়ে পড়েছে, তখনি খুনি কুলাঙ্গার মাজেদকে গ্রেফতার বাঙালির হৃদয়ে স্বস্তি এনে দিয়েছে। তার ফাঁসি দ্রুত কার্যকর করে ভোলাকে কলঙ্কমুক্ত করতে হবে। তবে খুনি মাজেদের মৃতদেহ ভোলাবাসী গ্রহণ করবে না।

বিজ্ঞাপন

আজ রাতেই ফাঁসি বঙ্গবন্ধুর খুনি মাজেদের

তার মৃতদেহ প্রয়োজনে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে বলেন এমপি শাওন। তিনি বলেন, বহিষ্কৃত ক্যাপ্টেন মাজেদ জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। জাতীয় চার নেতাকে হত্যারও নেতৃত্বে দিয়েছিল সে। জাতীর পিতার জন্মশতবার্ষিকীতে তার গ্রেফতারের খবরটি একটি সুসংবাদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ এপ্রিল ভোর পৌনে চারটায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী এই মাজেদ দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলো। গত মাসের কোন এক সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত মাজেদ দেশে ফেরেন বলে জানিয়েছে পুলিশ। মাজেদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে।

বিজ্ঞাপন

খুনি মাজেদ নূরুন্নবী চৌধুরী শাওন মাজেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর