রামপুরায় পাওয়ার হাউজে আগুন নিয়ন্ত্রণে
১১ এপ্রিল ২০২০ ১৭:৪১ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৮:৫৬
ঢাকা: রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৪টার দিকে ওই পাউয়ার হাউজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লেগেছে যা তদন্ত করা হচ্ছে।