Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের নামে ফেক ফেসবুক পেজ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি


১১ এপ্রিল ২০২০ ১৬:৫১

ঢাকা: ঢাকা‌ বাংলাদেশ পুলিশের নামে খোলা ফেক ফেসবুক পেজ ও গ্রু‌পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (১১ এপ্রিল) পুলিশ সদর দফতরের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/। এই পেজটির বাইরে বাংলাদেশ পুলিশের অন্য কোনো ফেসবুক পেজ নেই। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের নাম কিংবা লোগো ব্যবহার করে ‘বাংলাদেশ পুলিশ’ নামে কিংবা বাংলাদেশ পুলিশ নামের কিছু অংশ ব্যবহার করে ফেক পেজ অথবা গ্রুপ খুলেছেন। অনেকেই ওইসব ফেক পেজকে বাংলাদেশ পুলিশের আসল পেজ মনে করে যেমন লাইক-শেয়ার দিচ্ছেন। এছাড়া ওইসব পেজে দেওয়া নানা প্রলোভনে পড়ে বিভ্রান্ত ও প্রতা‌রিত হ‌চ্ছেন।”

তিনি বলেন, ‘বিষয়টি বাংলাদেশ পুলিশের দৃ‌ষ্টি‌তে আসায় এসব পেজ, গ্রুপ ও সাই‌টের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। এ ধর‌নের কো‌নো ফেক পেজ কারও চোখে পড়লে সেই পেজের লিংক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/) এর মেসেঞ্জারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

এআইজি মিডিয়া আরও বলেন, ‘এমন ফেক পেজ, গ্রুপ ও সাইট খোলা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। সং‌শ্লিষ্ট সকল‌কে এ ধর‌নের ফেক ও অননু‌মো‌দিত পেজ, গ্রুপ ও সাইট অন‌তি‌বিল‌ম্বে বন্ধ করার জন্য আহ্বান জানা‌নো হ‌চ্ছে।’

এরই মধ্যে এসব ফেক পেজ, গ্রুপ ও সাইট খুঁজে বের করে সেগুলোর অ্যাডমিনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

গ্রুপ পেজ ফেক ফেসবুক বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর