Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরিদ্রদের জন্য মুসলিম দেশের রাষ্ট্রদূতদের ৬ টন খাদ্য সহায়তা


১১ এপ্রিল ২০২০ ১৬:২৪

ঢাকা: করানাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ছয়টন খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশে কর্মরত মুসলিম দেশের রাষ্ট্রদূতরা। মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা ব্যক্তি পর্যায়ে এই সহায়তা দেন।

শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে শনিবার দুপুরে ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা তুলে দেওয়া করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাধুবাদ জানান।

এ খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে উপস্থিত ছিলেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলাউদ্দিন, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা সোয়মার্নো।

এ সময় মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেন, ‘বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য সহায়তা দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন বলে বার্তায় জানানো হয়।

খাদ্য সহায়তা মুসলিম দেশ রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর