করোনায় দেশে নতুন রোগী ৫৮, মৃত্যু ৩ জনের
১১ এপ্রিল ২০২০ ১৪:৪২ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৮:১৬
ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫৮ জনকে শনাক্ত করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এক ব্রিফিংয়ে আইইডিসিআর এ তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪ জনের।
এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জন। এছাড়া করোনাভাইরাসের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৩০ জন।
যে তিনজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা, দুজন ঢাকার বাইরের। মৃতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাদের বয়স ৩৮, ৫৫, ৭৪ বছর।
ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিনজন। মোট সুস্থ হলেন ৩৬ জন।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ঢাকার মিরপুর, বাসাবো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকার বাইরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হলো নারায়ণগঞ্জ।
ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কিছু কিছু এলাকায় লোকজনের উপস্থিতি বেশি। এছাড়া সকাল বেলা বাজারঘাটে অনেক মানুষ উপস্থিত হচ্ছেন। এতে সংক্রমণ বেড়ে যেতে পারে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যে সব নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে হবে। ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এ সব নিয়ম মেনে চলতে হবে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অধিদফতরের কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই। আশা করি তাদের শ্রম বিফলে যাবে না। এরই মধ্যে ডাক্তার, পুলিশ, সেনা সদস্য বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তবু তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সবাইকে আবারও বলি, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যদেরও বাঁচান।