বরিশাল-খুলনা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর কনফারেন্স রোববার
১১ এপ্রিল ২০২০ ১৪:১১ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৬:৩৬
ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতি বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
এর আগে গত ৭ এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবন সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।
তার আগে ৩০ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।