পুঁজিবাজারে ২৫ এপ্রিল পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে
১১ এপ্রিল ২০২০ ১২:২৩ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৪:১৩
ঢাকা : সরকারের সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। শনিবার (১১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো: শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী দুই সপ্তাহ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷