দেশে করোনা আক্রান্তের ৬৮ শতাংশ পুরুষ
১১ এপ্রিল ২০২০ ০৯:৩২ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১১:৪৯
ঢাকা: বাংলাদেশে এখন পর্যন্ত ৪২৪ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ২৭ জন। আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষের সংখ্যাই বেশি। এই ৪২৪ জনের মধ্যে ২৯০ জন পুরুষ ও ১৩৪ জন নারী।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্র(আইইডিসিআর) প্রকাশিত এক ইনফোগ্রাফে এই তথ্য পাওয়া যায়।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বুলেটিনে জানানো হয় ২৪ ঘণ্টায় ৯৪ জন আক্রান্ত হয়েছেন।
ইনফোগ্রাফে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত যাদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে ১০ বছরের নিচে শিশুদের সংখ্যা ১৪ জন। ১১ থেকে ২০ বছর বয়সী কিশোরদের মধ্যে ২৯ জন আক্রান্ত হয়েছেন। ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ৯১ জনকে। ৮০ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে যাদের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সসীমার মধ্যে। ৫১ থেকে ৬০ বছর বয়সসীমার মধ্যে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এছাড়াও ৬০ বছর বয়সের বেশি বয়সসীমা ৫৭ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ৩৬৪ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন বলেও জানানো হয় ইনফোগ্রাফে।