Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনায় একদিনে ৩৭ মৃত্যু


১০ এপ্রিল ২০২০ ১৯:৩০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এছাড়া এ সময়ে আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিয়মিত বুলেটিনে এ তথ্য প্রকাশ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬১ জন। শুক্রবার পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত ভাইরাসটির প্রাদুর্ভাবের তৃতীয় স্তরে প্রবেশ করেছে। বর্তমানে করোনাভাইরাসের কমিউনিটি ট্র্যানসমিশন বা সামাজিক স্তরে সংক্রমণ বাড়ছে।

এর আগে, মঙ্গলবার ২৪ মার্চ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন ভারতে।

করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আরো

সম্পর্কিত খবর