২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে নগরীর সব শপিংমল
১০ এপ্রিল ২০২০ ১৬:৪৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৮:১০
ঢাকা: আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
শুক্রবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি বাড়ানোয় দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি তৌফিক এহসান।
পরবর্তী সময়ে সরকার সাধারণ ছুটি আরও বাড়ালে শপিংমল, বাণিজ্যবিতান বন্ধের সময়সীমা আরও বাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।