Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মেসি কর্মচারী করোনা আক্রান্ত, শেকৃবিতে ৩ বাড়ি লকডাউন


১০ এপ্রিল ২০২০ ১৫:৩৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০১:২৬

ঢাকা: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এলাকায় অবস্থিত একটি ফার্মেসিতে কর্মরত এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সারাবাংলাকে বলেন, ‘এই ব্যক্তি আমাদের হাসপাতাল এলাকায় একটি ফার্মেসিতে কর্তব্যরত ছিলেন। তিনি করেনা আক্রান্ত বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রশাসনের সাহায্য নেই। সেই জায়গাটি জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জায়গাটি সিল করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার তিনটি বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে। সহযোগি করোনা আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মো. আব্বাস ও পাশে থাকা আরও ২ জনের সেলফ কোয়ারেনটাইন নিশ্চিতের জন্য এই পদক্ষেপ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম জানান, আব্বাস যে ফার্মেসিতে কাজ করতো সেখানে কেউ একজন আক্রান্ত হয়েছেন। সেজন্যই এই ব্যক্তি ও পাশের রুমে থাকা দুই জনকে কোয়ারেনইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত লকডাউন শেকৃবি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর