অবশেষে লকডাউন হলো গাইবান্ধা
১০ এপ্রিল ২০২০ ১৪:০৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৬:২৭
গাইবান্ধা: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, লকডাউন চলাকালে সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেন না এবং এই জেলো থেকেও কেউ বের হতে পারবেন না। জেলার ভেতরেও আন্তঃউপজেলা যাতায়াত বন্ধ থাকবে।
তবে খাদ্যদ্রব্য সরবরাহ, চিকিৎসার মতো জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে থাকবে বলে জানান জেলা প্রশাসক।
দেশের উত্তরাঞ্চলের এই জেলায় এ পর্যন্ত আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এর আগে নারায়ণঞ্জ, জামালপুর, শেরপুর, কক্সবাজার, নরসিংদী ও মাদারীপুরের শিবচরসহ বিভিন্ন এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি না থাকলেও আশপাশের জেলায় এমন ব্যক্তি থাকায় সংক্রমণের ঝুঁকি এড়াতে লকডাউন ঘোষণা করা হয় চাঁদপুরও।
সংক্রমণের ঝুঁকি কমাতে গাইবান্ধাতেও লকডাউন ঘোষণার দাবি উঠেছিল আরও আগেই। শেষ পর্যন্ত আজ সে ঘোষণা এলো।